Upwork 100% profile complete tutorial - freelancing


upwork profile, elancer, freelancers bangla tutorial, elan, outsourcing tutorial

upwork profile, elancer, freelancers bangla tutorial, elan, outsourcing tutorial,


Upwork এ নতুন account খুলতে গিয়ে অনেকেই হয়রান হচ্ছেন। তাদের জন্য আমার কিছু টিপস। আশা করি উপকারে আসবে।
Upwork এ নতুন ফ্রিল্যান্সারদের জন্য মনে হছে একটু কড়াকড়ি আরোপ করা হচ্ছে। Account submit করার পরও approved হচ্ছে না।

নিম্নলিখিত উপায় গুলি ট্রাই করুন। কাজে আসবে।

* যদি এক্সপার্ট না হন Account খোলার পরই profile submit করবেন না। প্রয়োজনে draft হিসেবে রাখুন। ভালমত কমপ্লিট করে তারপর submit করুন।

* শুরুতেই আপনার টাইটেলটি প্রফেশনাল হওয়া উচিত। টাইটেলটি যথাসম্ভব ছোট এবং এক বাক্যে হওয়া বাঞ্ছনীয়। যেমনঃ Graphics designer, Photoshop expert, Data entry especialist.

* অনেক ক্ষেত্রে একাধিক স্কিল লেখার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে সরবচ্চ দুইটি উল্লেখ করুন। যেমনঃ Web designer and developer, photoshop and vector illustration expert, SEO & SMM expert. ইত্যাদি।

* খিচুরি profile বানাবেন না। যেকোনো একটি category নিয়ে টাইটেল লিখুন।

* অনেক ক্ষেত্রে আলাদা skill লেখার প্রয়োজন হতে পারে। যেমন যারা ওয়েব ডিজাইন করেন তারা অনেকেই গ্রাফিক্স এর উপরে এক্সপার্ট এবং সেটা প্রয়োজনীয় ও বটে। সেক্ষেত্রে Web and Graphics designer দেওয়া যেতে পারে।

* এবার আসি সবচেয়ে important বিষয়ে তা হল profile overview. প্রায় ৯০ ভাগ ক্ষেত্রে incomplete এবং non- professional overview লেখার কারনে আপনার প্রোফাইল approved নাও হতে পারে।

* আপনার প্রোফাইল এর ওভারভিউ তে মাজিত ভাষায় আপনার পেশাদারিত্ব ফুটিয়ে তুলুন।

* ওভারভিউ একেবারে অল্প কথায় লিখলে সেটা upwork accept করবে না। আবার রীতিমত রচনা আকারে লিখলে সেটাও বেমানান দেখাবে।

* অন্যের ওভারভিউ কপি করে বসাবেন না। ধরা পরলে জিন্দেগিতে এর আপনার প্রোফাইল একসেপ্ট হবে না। তবে অন্যের টা দেখে ধারনা নিতে পারেন। একেবারে মেরে দেবেন না।

* এরপর আসি skill add করার বিষয়ে। আপনি টাইটেল এ যে স্কিল এর কথা লিখেছেন, সে category থেকে স্কিল নির্বাচন করুন। আপনি সরবচ্চ ১০ টি স্কিল যোগ করতে পারবেন। অন্য category থেকে স্কিল্ল সিলেক্ট করলে সেটা একসেপ্ট হওয়ার সম্ভাবনা নিতান্তই কম।

* এরপর বাকি তথ্যগুলো ঠিকঠাক পুরন করে submit করুন। আপনার প্রোফাইল approved হবেই।

আজ এপর্যন্তই। আগামিদিন কিভাবে প্রোফাইলের জন্য একটি সুন্দর ও আকর্ষণীয় ওভারভিউ লিখবেন সেটা নিয়ে আলোচনা হবে।